ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্ত মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ দু:স্থ বন্যার্তদের মধ্যে ত্রাণ হিসেবে চাল ও আলু বিতরণ করা হয়।
এর আগে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ অধ্যাপক মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। । এ উপলক্ষে ওই স্কুল মাঠে দিনব্যাপী অস্থায়ী এক চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়। এতে দেড় শতাধিক রোগীর চিকিৎসা ব্যবস্থাপত্র এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
Leave a Reply