বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর রংপুরে মহানগর  ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক আরপিএমপি ট্রাফিক বিভাগের  সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ ফুলবাড়ীতে  সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ ২৪ লক্ষ টাকার বিতরণ  পলাশবাড়ীতে  এক কেজি গাজাসহ আটক- ১ হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে রুয়েট তৃতীয় এবার পীরগঞ্জের ৩৪৫০ কৃষক পেলেন সার ও ধান বীজ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পীরগঞ্জ এর কার্যক্রম সন্তোষজনক

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন/২০২২, মোট প্রার্থী (৩৩) জন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল |-গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন/২০২২ ইং, মোট ৩৩ জন প‍্রার্থী এতে প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, নারী কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস‍‍্য এবং ওয়ার্ড সদস্যগণ এ নির্বাচনে সম্মানিত ভোটার। ইতি মধ্যে গত ২৬ সেপ্টেম্বর প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত  চেয়ারম্যান প্রার্থীসহ মোট তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ২২ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীদেরকে জেলার কালেক্টরেট সম্মেলন কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ নির্বাচনে জেলা পরিষদের ২ নম্বর সাদুল্যাপুর ওয়ার্ডে সদস্য প্রার্থী অধ্যক্ষ এস এম আব্দুর রহমান সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: অলিউর রহমান বিষয়টি তদারকি করেন।
চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত আবু বকর সিদ্দিক (তালগাছ), সাবেক চেযারম্যান মো: আতাউর রহমান আতা (ঘোড়া) ও মো: শরিফুল ইসলাম (হেলিকপ্টার)।
সংরক্ষিত নারী সদস্য পদে- কল্পনা রাণী (ফুটবল), মোছা: তৌহিদা বেগম (দোয়াত কলম), মোছা: মাজেদা বেগম (টেবিল ঘড়ি), আরিফা আকতার (মাইক), মোছা: রোজীনা নাহিদ ফারজানা (দোয়াত কলম), উম্মে জাহান (টেবিল ঘড়ি), মোছা: আফরুজা খাতুন (মাইক) ও মোছা: রুনা আরজু মোনোয়ারা বেগম (হরিণ) প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাধারণ সদস্য পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- মো: আব্দুর রশীদ (হাতি), মো: আলতাফ হোসেন (তালা), মো: এমদাদুল হক (বৈদ্যুতিক পাখা), মো: জামিউল আনছারী (টিউবওয়েল), এস এম আনোয়ারুল কবির (টিউবওয়েল), মো: শহিদুল ইসলাম (তালা), মো: সাইফুর রহমান মণ্ডল (অটোরিকশা), জাহাঙ্গীর আলম (তালা), তহিদুল আমিন মণ্ডল সুমন (টিউবওয়েল), মো. মনিরুজ্জামান (হাতি), মো: আবু সুফিয়ান মণ্ডল (তালা), মো: আব্দুল মতিন মোল্লা (বৈদ্যুতিক পাখা), আব্দুল হান্নান আজাদ (টিউবওয়েল), মো: জাহাঙ্গীর আলম (হাতি), এটিএম সাখাওয়াৎ হোসেন রুবেল (বৈদ্যুতিক পাখা), আব্দুল কুদ্দুস আকন্দ (তালা), আশরাফুল ইসলাম (টিউবওয়েল), মো: শাখাওয়াত হোসেন (হাতি), মো: শামসুজ জোহা (অটোরিকশা), আমজাদ হোসেন মিজান (তালা), মো: টুকু মিয়া (টিউবওয়েল), শুকুর আলী ফিরোজ (হাতি)। উক্ত নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোটার হওয়ায় প্রতীক পাওয়ার পর হতে নির্বাচনের মাঠে জমে উঠেছে ব‍্যতিক্রমি এবং ভিআইপি প্রচার-প্রচারণা । বর্তমানে এ জেলার ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, এবং উপজেলা পরিষদের জনপ্রতিনিধিগণের মাঝে উৎসবের আমেজ চলমান রয়েছে। উৎসব মুখর পরিবেশে জনপ্রতিনিধিদের প্রত‍্যক্ষ ভোটে আগামী দিনে স্বচ্ছ জেলা পরিষদ গঠন হবে এবং অবহেলিত জনপদের উন্নয়ন হবে। সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিকে নির্বাচিত করে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ‍্যমে  জেলার উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করবেন এমনটাই আশা করেন সাধারণ জনতা।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com