মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

গাইবান্ধা জেলা পুলিশ যেকোন অপশক্তি রুখে দিতে প্রস্তুত : পুলিশ সুপার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪০২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় মানুষ যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ। যেকোন অপশক্তি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় স্বাস্থ্যবিধি, গাড়ীর ভাড়া বৃদ্ধি এবং মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধ সংক্রান্ত বিষয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম। তিনি আরও বলেন, মাদকের সাথে পুলিশের কোন আপোষ নয়, মাদকের সাথে জড়িতদের পুলিশ ছাড় দিবে না। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এডিশনাল এসপি (হেড কোয়ার্টার) আবু খায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পলাশবাড়ী পৌর প্রশাসক আবু বকর প্রধান। এ সময় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ওসি তদন্ত মতিউর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম,পলাশবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর নাসির, সার্জেন্ট আজিজ, সার্জেন্ট সুজন, থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com