ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা গোবিন্দগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। উপজেলার নাকাইহাট ইউনিয়নে গত শুক্রবার ঘটে যাওয়া এ ধর্ষনের ঘটনায় অভিযুক্ত যুবক পার্শবর্তী হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে পূর্বপোগইল গ্রামের বাসিন্দা গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। শনিবার ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার।
গোবিন্দগঞ্জ থানায় মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার নাকাইহাট ইউনিয়নের পূর্বপোগইল গ্রামের বাসিন্দা ওই স্কুল ছাত্রীর পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী ওই শিক্ষক টিভি দেখার কথা বলে ঘরে প্রবেশ করে। এরপর টেলিভিশনে উচ্চ ভলিওম দিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় মেয়েটির চিৎকারে অপর এক শিশু ঘরে প্রবেশ করলে পালিয়ে যায় স্কুল শিক্ষক নূর আলম (৩৩)। পরদিন শনিবার শিক্ষক নূর আলমকে আসামী করে মামলা করেছে নির্যাতিতার পরিবার। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply