ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নের জন্য নাম কেন্দ্রে পাঠাতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টানা তৃতীয়বারের মত ধানের শীষ প্রতীকের একক মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফারুক আহমেদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।
২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক শেষে ধানের শীষ প্রতীকে নমিনী হিসেবে ফারুক আহমেদকে মনোনীত করা হয়। এসময় উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠনের ইউনিয়ন পর্যায়ে নেতারা উপস্থিত থেকে সহমত পোষণ করে নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। এবং আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রতিক ধানের শীর্ষের প্রার্থীকে জয়ী করতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বলে জানান দলটির নেতাকর্মীরা।
বর্ধিত সভায় গোবিন্দগঞ্জ থানা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) রেজানুল হাবিব রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মঈনুল হাসান সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতা, সাংগঠনিক সম্পাদক হাসানুল হক চৌধুরী ডিউক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল কবির মনু, থানা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সস্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু জাফর লেলিন, থানা বিএনপি উপদেষ্টা আব্দুল গফুর মন্ডল, নাজমুল ইসলাম সাকিসহ গোবিন্দগঞ্জ পৌরসভার সকল ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply