ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানিকভাবে উপজেলার রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ডিজিটাল কম্পিউটার ল্যাবের জন্য ৯ টি কম্পিউটার, বেঞ্চ ও অন্যান্য উপকরণ সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা এসব কম্পিউটার সহ অন্যান্য উপকরন সামগ্রী রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মোঃ রেজার কাছে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ হাফিজুল ইসলাম সহ আরো অনেকে।
Leave a Reply