ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।- ঘোড়াঘাট উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক (অবসর) বাবু কার্তিক চন্দ্র সরকারের আহবানে স্বাস্থ্য বিধি ও কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা মোতাবেক আসন্ন দূর্গাপূজা উদযাপন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা রানীগঞ্জ মন্দির প্রাঙ্গনে রানীগঞ্জ মন্দির কমিটির সভাপতি বাবু শ্রী নৃপেন্দ্রনাথ ব্যানার্জীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক করোনা পরিস্থিতি প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে আসন্ন শারদীয় দূর্গা পূজা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় সে বিষয়ে ঘোড়াঘাট উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কেন্দ্রীয় নির্দেশনা সভায় উপস্থাপন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক (অবসর) বাবু কার্তিক চন্দ্র সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্ত ভুট্টু, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জগদীশ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা অধীর সরকার, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা রমেশ সরকার, মনিন্দ্রনাথ সরকার, হিমাংশু সাহা, কানাইলাল সাহা, রনজিত ঘোষ, রতন চক্রবর্তী, সজল সাহা ও প্রমুখ। শেষে মহামারী করোনা নির্মুলে মহান সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা করা হয়।
Leave a Reply