ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পৌরসভা সহ ৪টি ইউনিয়নে ৮ হাজার ৮৯টি পরিবার পেল ১০ কেজি করে চাল।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে ঘোড়াঘাট পৌরসভার ওয়ার্ড ভিত্তিক কমিশনারদের মাধ্যমে মোট ১৫’শ ৪০ জন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নে ১৮’শ ৭৫ জন, ২নং পালশা ইউনিয়নে ১৭’শ ১৫ জন, ৩নং সিংড়া ইউনিয়নে ২১’শ ৭৫ জন ও ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে ৭’শ ৮৪ জন দুঃস্থ পরিবারের মধ্যে পৌরসভার পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলস, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান, পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম স্ব স্ব ইউনিয়নে নিয়োগকৃত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ওয়ার্ড সদস্যদের মাধ্যমে সুষ্ঠভাবে বিতরণ করেন।
Leave a Reply