ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব)-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল আজ রোববার দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় এক অভিযান চালিয়ে ৮০৩ বোতল ফেনসিডিল সহ একটি ট্রাক জব্দ করেছে।
আটক সোহেল রানা জামালপুর জেলার জালিয়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে। র্যাব দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে কাঁঠাল ভর্তি একটি ট্রাক ঢাকা যাবার পথে দিনাজপুরের সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল নেবার সংবাদ পায় র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুলাহ আল মামুনের নেতৃত্বে র্যাবের একটি দল রোববার ভোরে ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায় ধাওয়া করে একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকের ভিতর থেকে অভিনব কায়দায় রাখা ৮০৩ বোতল ফেনসিডিল জব্দ করে সোহেল রানাকে আটক করে। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, র্যাব- ১৩ ট্রাকটি ধাওয়া করে ঘোড়াঘাট সীমানায় প্রবেশ করলে ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় রাস্তায় ট্রাক বেরিকেড দিয়ে ফেনসিডিল বহনকারী ট্রাকটিকে আটক করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত আটক ট্রাক ও ফেনসিডিল ব্যবসায়ীকে ঘোড়াঘাট থানায় সোপর্দ ও মামলা দেয়নি র্যাব বলে জানান অফিসার ইনচার্জ।
Leave a Reply