ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে চিকিৎসার সরঞ্জামাদি ছাড়ায় দীর্ঘ দিন থেকে একটি মেডিসিন ফার্মেসীতে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে ডাঃ মোঃ আরিফুর রহমান নামে এক চিকিৎসকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালাত।
সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাফিউল আলম। এ সময় দিনাজপুর প্যারালাইসিস ও প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এন্ড আলতাফুন নেছা জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আরিফুর রহমানের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম জানান, ডাঃ আরিফুর রহমান ফিজিওথেরাপি বিভাগের একজন চিকিৎসক। রোগীদের ফিজিওথেরাপি সংশ্লিষ্ট চিকিৎসা সেবা দিতে গেলে বিশেষ কিছু সরঞ্জামের প্রয়োজন হয়। কিন্তু তিনি কোনো প্রকার সরঞ্জামাদি ছাড়ায় প্রতি সোমবার আজাদমোড় এলাকার একটি ফার্মেসীতে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছিলেন। তাই তাকে এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন, থানার এসআই খোরশেদ আলম সহ সঙ্গীয় ফোর্স।
Leave a Reply