ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি ও সকলের হাত পরিচ্ছন্ন থাক” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী ও কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সিরাজুস সালেকীন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যাান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার সহ আরো অনেকে।
Leave a Reply