ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম (শফি)।- উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত কয়েক দিন থেকে অব্যাহত ভারি বৃষ্টির কারনে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার পানিবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর ও রাস্তা-ঘাট পরিদর্শন করলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
তিনি আজ রবিবার সকালে ঘোড়াঘাট পৌরসভার ওসমানপুর, ত্রিমোহনী ঘাট, লালমাটি, বাগেরহাট এলাকা পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বিলকিছ বেগম, পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান সহ আরো অনেকে। এ সময় তিনি পানিবন্দী লোকজনের ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি, রাস্তা-ঘাট মেরামত ও পানি নিষ্কাশনের জন্য ব্যক্তিগত তহবীল থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের হাতে নগদ ৪ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
Leave a Reply