শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ১৭১ বোতল ফেনসিডিল সহ ২ জন আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৫৬৯ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে ১৭১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ ২ জনকে আটক এবং একটি ট্রাক জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, ট্রাক চালক দিনাজপুর কতোয়ালী থানার মহতুল্যাপুরের নুরনবীর ছেলে শামীম মিয়া ওরফে বাবু (২২) এবং হেলপার একই এলাকার আব্দুল হাকিমের ছেলে শাহিন মিয়া (২১)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য পরিবহন এবং নিজ দখলে রাখার দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ট্রাকটিকে জব্দ দেখানো হয়েছে। যার রেজিঃ নং ঢাকা মেট্রো ট-১৪-৪৭৩৮।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাত্রিকালীন ডিউটি করার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলাবাড়ী নামক স্থানে এ,এস,আই সারোয়ার জাহান সঙ্গীয় ফোর্স সহ সন্দেহমূলকভাবে ট্রাকটি আটক করে তল্লাশী চালালে ট্রাকের ভিতর থেকে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে এস,আই মোজাফফর বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com