ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রায়ণ-২ প্রকল্পের মাধ্যমে ৫৬৭ টি জন সুবিধাভোগীদের মাঝে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ শে জানুয়ারী) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ভূমিহীন গৃহহীন পরিবারকে জমির দলিল ও বাড়ির চাবি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর মোনাজাত শেষে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে ৫৬৭ টি জন সুবিধাভোগীদের মাঝে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান সহ গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।চাবি হস্তান্তরের পূর্বে উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জন্য নির্মিত ঘরগুলোর সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
Leave a Reply