শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে মাস্ক না পড়ার দায়ে ৪ দিনে ১১১ টি মামলা: ৬২ হাজার ৩ শত টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৫৬ বার পঠিত
ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম।

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম।- দিনাজপুরের ঘোড়াঘাটে মাস্ক না পড়ার দায়ে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গত ৪ দিনে ১১১ টি মামলায় ৬২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম সঙ্গীয় ফোর্সের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন। ঘোড়াঘাটে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে তিনি এসব জরিমানা করেন। গত ৪ দিনে (১৮ই আগষ্ট পর্যন্ত) উপজেলার ওসমানপুর বাজার, রানীঞ্জ বাজার, ঘোড়াঘাট সদর ও হরিপাড়া বাজার সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মুখে মাস্ক না পড়ার দায়ে পথচারী, মোটরসাইকেল আরোহী, গাড়ি চালক, ব্যবসায়ী সহ মোট ১১১ টি মামলার ৬২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট চলাকালে থানার পুলিশ, আনসার ভিডিপির সদস্যরা সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com