ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংক ওসমানপুর বাজার শাখা ব্যবস্থাপক সহ ৫ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর নোভেল করোনা ভাইরাস কোভিট ১৯ সনাক্ত হয়েছে। গত ১২ আগষ্ট বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ব্যাংক শাখাটি ১৫ দিনের লকডাউন ঘোষনা করেছেন।
ইতিপূর্বে ওই শাখার ২ জন কর্মচারীর করোনা ভাইরাস সনাক্ত হলে ব্যাংকটি ৭ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছিল। ১৫ দিনের লকডাউন ঘোষনার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিপূর্বে সোনালী ব্যাংক ওসমানপুর শাখার একজন কর্মচারী করোনায় আক্রান্ত হন। সে সময় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হলে তিনি সুস্থ্য জীবনে ফিরে আসেন। পরবর্তী আবারও ২ জন কর্মকর্তা করোনা পজেটিভ আসলে ব্যাংকটি ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করা হয়। বর্তমানে এ শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান কর্মকর্তা মাসুম, কর্মচারী শরীফ উদ্দিন, মুরাদ হোসেন, জামিল হোসেনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। তাদের নমুনায় করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া যায়। করোনায় আক্রান্ত কর্মকর্তা কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ব্যাংক শাখাটি আবারও ১৫ দিনের জন্য লকডাউনে রাখা হয়েছে।
Leave a Reply