ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটি কর্তক ঘোষিত, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মরত কর্মচারীদের পদবী উন্নতকরণের দাবীতে, বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, দিনাজপুর জেলা শাখার নির্দেশে আজ রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন, ঘোড়াঘাট উপজেলা ভূমি অফিসের কর্মরত কর্মচারীরা। কর্ম বিরতি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের হিসাব সহকারী নারায়ন চন্দ্র ভট্টাচার্য্য, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল আলম, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ মোশারফ হোসেন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী মোঃ তোফাজ্জল হোসেন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী জুলফিকার আলী, নাজির কাম-ক্যাশিয়ার মোঃ রোকুনুজ্জামান নয়ন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মোঃ আতিকুর রহমান সহ আরো অনেকে। বক্তারা বলেন, অবিলম্বে মাঠ প্রশাসনের কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও পদমর্যাদা বৃদ্ধি এবং বেতন গ্রেড পরিবর্তনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
Leave a Reply