ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার ঘোড়াঘাট ফায়ার সার্ভিস জামে মসজিদে জুম্মার নামাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) জুম্মার নামাজ আদায়, দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে এ মসজিদে জু্ম্মার নামাজের উদ্বোধন করা হয়।
নামাজ শেষে মসজিদ নির্মাণে বিশেষ অবদান রাখার জন্য দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের দীর্ঘায়ু ও সফলতা কামনা সহ তার পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার পাশাপাশি দেশে করোনাভাইরাস রোধে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী।
এ সময় জুম্মার নামাজে শরিক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নয়ন চৌধুরী, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply