বজ্রকথা প্রতিবেদক।- পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বড় বড় কাছ গুলো অনিয়মতান্ত্রিক ভাবে কাটা হচ্ছে বলে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে চতরা ইউনিয়নের জনৈক শাহানুর আলম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মোজাহার আলী স্বাক্ষরিত অভিযোগ পত্র ২৬ আগষ্ট পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে। অভিযোগ পত্রে বলা হয়েছে,ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ পঃ কেন্দ্রের বেশ কিছু গাছ নিয়ম নীতির তোয়াক্কা না করে ইতো পুর্বে কাটা হয়েছে। এদিকে ২৪ আগস্ট ব্যবস্থাপনা কমিটি রাতের বেলা গাছ কাটতে থাকলে স্থানীয় জনতা বাধা প্রদান করে। ফলে সাময়িক ভাবে গাছ কাটা বন্ধ থাকলেও নিকট ভবিষ্যতে সরকারী প্রতিষ্ঠানের জমির উপর লাগানো গাছ গুলো ব্যবস্থাপনা কমিটির সভাপতি কেটে সরাতে পারেন বলে আশংকা করা হচ্ছে । তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া দরকার ।
Leave a Reply