বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

চম্পাগঞ্জে শফিককান্ড একে একে বেড়িয়ে আসছে ঘটনার সাপ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।– সম্পতিক সময়ে রংপুরের পীরগঞ্জ উপজেলায় নানা রকম অসস্তিকর ঘটনা ঘটছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে  অব্যবস্থাপনা,প্রধান শিক্ষকদের কমিটি কমিটি খেলা, ম্যানেজিং কমিটির তেলেসমাতি কারবার, নিয়োগ নিয়ে নিয়োগ বানিজ্য, শিক্ষক নেতাদের  আলগা মতবরি, ও মাধ্যমিক শিক্ষা অফিসের কামন দাগো ঝোলা পাতো নীতির ফলে একবারে ছ্যাড়া ব্যাড়া অবস্থা এখানে।

শিক্ষা ক্ষেত্রে  বিরাজমান  অবস্থা দেখে মনে হচ্ছে এ সব দেখারে যেন কেউ নেই পীরগঞ্জে।

এদিকে গত ২৮ মার্চ/২৪ খ্রি: বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার চাম্পাগঞ্জ আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে যা ঘটেছে, তা নির্বাচন নিয়ে অপতৎপরতার নগ্ন প্রকাশ। যার কারণে সেদিন বাদসেঁধে ছিলেন ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নেয়া একটি পক্ষ এবং উত্তেজিত হয়ে  পড়েছিলেন  এলাকার মানুষ।

পরিস্থিতি সামাল দিতে সেদিন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।

বলাই বাহুল্য সেদিনের ঘটনা নিয়ে পলাশবাড়ী উপজেলা, সাদুল্ল্যাপুর উপজেলা ও পীরগঞ্জ উপজেলা সচেতন মানুষ আলোচনা-সমালোচনায় রত আছেন।

অপরদিকে অনেকের জানার আগ্রহ, কী ঘটেছিল সেই দিন? কেনই বা স্থানীয় জনতা ধোলাই  দিয়েছিল বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখার অন্যতম নেতা, ওই  ম্যানিজেং কমিটির নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে থাকা শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে?

প্রশ্ন উঠেছে নির্বাচনের দিন বুথ ছেড়ে দিয়ে  স্কুলের সীমানার বাইরে  কেন গিয়েছিলেন শফিকুল ইসলাম?

কার সাথে ফোনে কথা বলছিলেন? তার হাতে যে  লেখাটি দেখা গেছে তা নিয়ে  প্রশ্ন উঠেছিল সে ব্যাপারে শফিক মাস্টার মুখ খোলেননি কি কারণে?

অনেকেই জানতে চান ওই নির্বাচনের  প্রিজাইডিং  অফিসার ও উপজেলা মাধ্যমিক অফিসার মাহমুদ মন্ডল  তিনিও কি কাজে স্কুল সীমানর বাইরে গিয়ে বাইরে কেন যুক্ত হয়েছিলেন আলোচনায়?

৬ নং টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের সাথে তারা কি শলাপরামর্শ করছিলেন   সেই দিন?

শফিক মাষ্টারের পকেটে যে অর্থ পাওয়া গেছে সেটা কিসের অর্থ? সব প্রশ্নের উত্তর   খুঁজতে  অনুন্ধান চলছে, শিঘ্রই আপনাদেরকে তা জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com