ছাদেকুল ইসলাম রুবেল।- গোবিন্দগঞ্জে চাল আত্মসাত মামলার পলাতক মোট ১৯ আসামির মধ্যে ১৪ জনই প্রকাশ্যে ইউপি নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছেন। অবশিষ্ট পাঁচ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে ক্ষোভে ফুসছে এলাকার মানুষ।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক মতিন মোল্লা এ প্রতিনিধিকে বলেছেন, আসামিদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের নেতা ও প্রভাবশালী। আইনের চোখে তারা পলাতক। প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি তাদের গ্রেপ্তারের দাবি জানান।
প্রকাশ গোবিন্দগঞ্জ উপজেলায় এক অর্থবছরই ২ হাজার ২৫৩টি ধর্মীয়সভার অনুকূলে ৫ হাজার ৮২৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। যার মুল্য ২২ কোটি ৩ লাখ ২১ হাজার ৫৯০ টাকা। জাল কাগজপত্র তৈরি করে সব চাল আত্মসাতের ঘটনা ঘটে। এসব অভিযোগে চলতি বছর ২৬ আগষ্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে তাঁর কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়।
তাদের মধ্যে গোবিন্দগঞ্জের পিআইও বাদে ১৮ জন অভিযুক্ত গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের যৌথ বেঞ্চে এই আবেদন করা হয়। হাইকোর্ট আট সপ্তাহের আগাম জামিন দেন এবং জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে গাইবান্ধা সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযুক্তদের আত্মসমর্পণের নির্দেশ দেন। এ হিসেবে গত ২২ নভেম্বর জামিনের মেয়াদ শেষ হয়েছে। অবশ্য গত ২১ নভেম্বর গাইবান্ধা সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযুক্তরা গিয়েছিলেন কিন্তুতারা আত্মসমর্পণ না করে বাড়ি ফিরে যান।ওইদিন আদালতে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি দেখা দরকার।
এদিকে এ বিষয়ে মামলার বাদি ও দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. হোসাইন শরীফ সাংবাদিককে বলেন, আসামিরা হাইকোর্টের নির্দেশ অমান্য করায় আইনের ব্যত্যয় ঘটেছে। তাদের গ্রেপ্তারে আইনগত কোনো সমস্যা নেই। তবে বিষয়টি কমিশনকে জানানো হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
একই বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন তিনি সাংবাদিককে বলেন, এটা দুদকের মামলা, দুদকই ব্যবস্থা নিবে। গ্রেপ্তার করবে, না কি করবে, সেটা তারাই করবে। নির্দেশনা থাকলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারবে। কিন্তু গ্রেপ্তারের বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা নেই।
Leave a Reply