বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন সরকার। কিন্তু করোনা ছড়িয়ে পড়ার পর থেকে একের পর এক দেশের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হতে শুরু করে। এরপর ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। দক্ষিণ চীন সাগরেও আধিপত্য বিস্তার করা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে চীনশাসিত তিব্বতের বাসিন্দারা উত্তর আমেরিকা বিক্ষোভ দেখাচ্ছে। সারা বিশ্বই তাদের এই বিক্ষোভ কর্মসূচি পর্যবেক্ষণ করছে। তারা চান তিব্বতের স্বাধীনতা।তাদের এই আন্দোলনের চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চীনের ও দেশটির নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমবেশ করেছেন তিব্বতী সম্প্রদায়ের সদস্যরা। চীনা কনস্যুলেটের সামনে এ বিক্ষোভ করেন তারা। ভারতীয় ও তাইওয়ানীদের সঙ্গে তিব্বতী বিক্ষোভকারী সবাইকে চাইনিজ পণ্য বর্জন করার আহ্বান জানান। নিউইয়র্কে বিক্ষোভকারীদের ভারতীয় ও মার্কিন পতাকা হাতে নিয়ে চীনবিরোধী স্লোগান দিতে দেখা গেছে। কেউ কেউ ‘গ্লোবাল মুভমেন্ট টু বয়কট মেড ইন চায়না’ ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন। এর আগে গত সপ্তাহেও ভারতীয় আমেরিকান, তাইওয়ান আমেরিকান ও তিব্বতীরা নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারে চীনবিরোধী বিক্ষোভ করেন।
Leave a Reply