যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লামসহ চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের শীর্ষ ১০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। হংকংয়ের স্বায়ত্তশাসনকে হীন করে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করেছে, এই নিষেধাজ্ঞা তাদের জন্য দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন। শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, হংকংয়ের স্বাধীনতায় অযাচিত হস্তক্ষেপের অভিযোগে ওই কর্মকর্তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
Leave a Reply