চীন করোনা প্রতিরোধে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে।চীনের এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে এ ঋণ দেবে। এআইআইবি-এর এক বার্তায় বলা হয়, বাংলাদেশে করোনা পরীক্ষা, টেস্টিং ও চিকিৎসাসেবা তথা করোনা মোকাবিলায় দেশটির সক্ষমতা বাড়াতে এ ঋণ দেওয়া হচ্ছে।এ প্রকল্পে বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে। এতে আরও বলা হয়, করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এআইআইবি ঘোষিত ১৩ বিলিয়ন ডলার তহবিলের অংশ হিসেবে এ ঋণ দেওয়া হচ্ছে। গত মে মাসে ব্যাংকটি করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দিয়েছে।
Leave a Reply