ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড়ায় পারিবারিকভাবে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে জীবনের নিরাপত্তার জন্য রিপন সরকার গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়রী (নং ১০৭৪) করলে প্রতিপক্ষ লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ও রায়হান সরকারকে মারপিট করে গুরুতর আহত করেছে। স্থানীয় ভাবে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় মাঠেরপাড়ায় মোঃ সুরুজ্জামান সরকারের ছেলে মোঃ রিপন সরকার ও রায়হান সরকারের সাথে পৈত্রিক জমিজমা নিয়ে মৃত আব্দুল গনি সরকারের ছেলে সিরাজুল ইসলাম ও তার ছেলে মোস্তা মিয়া, আবু হোসেন, রাশেদ মিয়ার দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। জীবনের নিরাপত্তার জন্য গত ২১ জুন গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়রী করলে ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সিরাজুল ইসলামসহ তার ছেলে মোস্তা মিয়া, আবু হোসেন ও রাশেদ মিয়া হত্যার উদ্দেশ্যে মোঃ রিপন সরকার ও রায়হান সরকারকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আহত অবস্থায় এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Leave a Reply