ডেক্স রিপোর্ট।- বকেয়া পরিশোধ না করার কারণে জাতিসংঘ ইরান ও ভেনেজুয়েলাসহ আটটি দেশের ভোটাধিকার স্থগিত করেছে ।জাতিসংঘ মহাসচিব আন্তোনিত গুতেরেস এক চিঠিতে বলেছেন, ১১টি দেশের বকেয়া রয়েছে। তাদের মধ্যে আটটি দেশের জাতিসংঘে ভোটাধিকার স্থগিত করা হয়েছে। জাতিসংঘের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে অনুয়ায়ি যদি কোনো দেশ টানা দুই বছর বকেয়া পরিশোধ না করে, তাহলে সেই দেশের জাতিসংঘে ভোটাধিকার স্থগিত করা হবে। তবে যদি কোনো দেশ বকেয়া পরিশোধ না করার সঠিক কারণ দেখিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়, সে ক্ষেত্রে জাতিসংঘ তা বিবেচনা করতে পারে। কমোরো দ্বীপ, সাও টম অ্যান্ড প্রিন্সিপে এবং সোমালিয়া এ ধরনের অনুরোধ করেছিল জাতিসংঘে। জাতিসংঘ মহাসচিব ওই দেশগুলোর করুণ অবস্থা বিবেচনা করেছেন।
সূত্র: বার্নামা ডটকম।
Leave a Reply