রংপুর প্রতিবেদক।- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর নগরীতে মৌন শোক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর পায়রা চত্বর কালিবাড়ী মন্দিরের সামনে যৌথভাবে এ মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটি।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি অজয় প্রসাদ বাবণ, সাধারণ সম্পাদক ধীমান ভট্ট্রাচার্য, রংপুর মহানগর কমিটির আহবায়ক ভবতোষ সরকার বাচ্চু, সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়, সিটি কর্পোরেশনের কাউন্সিলর হারাধন রায় হারা, পূজা উদ্যাপন পরিষদের নেতা নিখিল বাগচি, নিধুরাম অধিকারী, ফুর্তি রায়, রিপন রায়,অসিম মহন্ত, বিকাশ দাস, প্রয়ন কুমার ভট্ট্রাচার্য ও নির্মলেন্দু গোস্বামী প্রমূখ।
Leave a Reply