শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

জাপানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৮ বার পঠিত
ছবিতে- মিসেস টাকাকো আমাতসুবো, ব্যবস্থাপনা পরিচালক মিঃ মোটোসুগু টিকিনো , প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মিঃ ওনো তাদায়োশি ও ত্রাণ গ্রহীতারা

কনক আচার্য।- গত ২২ আগষ্ট ২০২০ তারিখে হোকুরিকু হাউজ সার্ভিস কোং , ইশিকাওয়া-জাপান এর একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পীরগঞ্জের প্রজাপাড়া, কেশবপুর ও গন্ধর্বপুর গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।উক্ত প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মিঃ ওনো তাদায়োশি, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিঃ মোটোসুগু টিকিনো ও প্রতিষ্ঠানের পরিচালক মিসেস টাকাকো আমাতসুবো এর পক্ষ থেকে কারোনাকালে অভাবগ্রস্ত ২২০ জন ব্যক্তির মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।এই প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি সেলিম আহম্মেদ সাইমন ও এনামুল হাসান রুবেল জানিয়েছেন, তালিকাভুক্তদের প্রত্যেককে ৫ কোজি চাউল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, একটি গোসল করা ও একটি কাপড় কাঁচা সবান দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com