সুনামগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ত্রান সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আকবর হোসেন।
জানা গেছে, সোমবার দিন ব্যাপী জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সদর কান্দি, কামিনীপুর, মমিনপুর, উত্তর লক্ষীপুর, স্লুইসগেট, মুসলিমপুর সহ বিভিন্ন গ্রামের বানবাসি গৃহবন্দী মানুষের মাঝে ঈদ উপহার দুধ,চিনি,সেমাই, শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ সভাপতি ওয়ালী উল্লাহ ওলি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম নাজমুল হাসান খন্দকার, উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মাহবুব আলম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা আবু সালেহ মুসা প্রমুখ।
বন্যায় উপজেলার শতশত মানুষ গৃহবন্দী। তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারনে জীবনযাত্রা অতিক্রমে হিমশিম খাচ্ছেন উপজেলার নিম্ন আয়ের মানুষ।
হতদরিদ্র মানুষের মাঝে প্রতিদিনের মতো আজও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন অাকবর হোসেন।
গত কয়েকদিন যাবত আকবর হোসেনের পক্ষে উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক পরিবারের মাঝে দুধ, চিনি,সেমাই, শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ বিতরণ করা হচ্ছে।
Leave a Reply