মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ, সুনামগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ২১ জুলাই মঙ্গলবার থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
বৃহঃপ্রতিবার সকালে উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদোয়ানুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী উপজেলা প্রকৌশলী মো আনিসুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান,ও প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন।
অপর দিকে বিকেলে সাচনা মাছ বাজারে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাছে ক্ষতিকারক রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে সেলাইয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শরিফ উদ্দিনকে পাঁচশত টাকা, সাচনা বাজারের করিম আলীর ছেলে মো শুক্কুর আলীকে এক হাজার টাকা ও মৃত আব্দুল গফুরের ছেলে জয়নাল আবেদীনকে পাঁচ হাজার টাকা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ ধারায় মোট ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত দেব। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের জামালগঞ্জ উপজেলা শাখার ব্যাবস্থাপক মোঃ আলীনূর,
পাশাপাশি সাচনা বাজারে অবৈধভাবে রাস্তায় দোকান বসার অপরাধে ১৩ জনকে দন্ডবিধি ২৯০ ধারায় দুই হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।
Leave a Reply