দিনাজপুর থেকে কোরবান আলী ।-দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী হাইকোর্টে রীট করেছেন। রীটের শুনানি শেষে আজিজুল ইমাম চৌধুরীকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী বৈধ রয়েছে বলে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দিয়েছেন। এই আদেশের পর আজিজুল ইমাম চৌধুরীর নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে আর কোন বাধা থাকলো না।
রবিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি মোঃ এস এম মনিরুজ্জামানের যৌথ বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
রীটে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের সচিব, দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সোনালী ব্যাংক দিনাজপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ)কে। সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর দিনাজপুর জেলা পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। এরপর তিনি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরাবর বাছাইয়ের বিরুদ্ধে আপীল করেন। পরে সেখানেও তার আপীলটি খারিজ হয়ে যায়। পরে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রীট দায়ের করেন। রীটের শুনানি শেষে হাইকোর্টের বেঞ্চ আজিজুল ইমাম চৌধুরীকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী বৈধ রয়েছে বলে আদেশ দেন। একই সাথে ১৮ সেপ্টেম্বর বাতিল করার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এই আদেশের ফলে দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করতে আর কোন বাধা থাকলো না।
এব্যাপারে দিনাজপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিত বলেন, হাইকোর্টের আদেশের কোন কাগজপত্র আমাদের কাছে এখনও আসেনি। কাগজপত্র আমাদের কাছে আসলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
Leave a Reply