মোঃ আসাদুজ্জামান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ।- মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন চত্ত্বরে তিনটি গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর পর পর জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে ও জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করে জয়পুরহাটে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ্ব এ্যাড. মোঃ সামছুল আলম দুদু। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব এস এম সোলাইমান, সাধারণ সম্পাদক, জয়পুরহাট জেলা আওয়ামী লীগ, জনাব মিল্টন চন্দ্র রায়, নির্বাহী অফিসার, জয়পুরহাট সদর, জামালপুর ইউনিয়ন পরিষদ এর সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ হাসানুজ্জামান মিঠু সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে পাঁচবিবি উপজেলাতেও উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার জনাব নাদিম সারওয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরনের মাধ্যমে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।
Leave a Reply