এস এ মন্ডল।- পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের মানুষ একটি পুলের রেলিং না থাকার কারনে ঝুকি নিয়ে চলাচলা করছে।পুলটির অবস্থান কাশিমপুরে। কুতুবপুর মাদ্রাসা থেকে বাঘের বাজার গামী সড়কের বটতলা ক্যানেলের উপর এই পুলটির রেলিং ভেঙ্গে গেছে প্রায় ৩ বছর আগে।দেখা গেছে এই সড়কটি বেশ ব্যস্ত। কাশিমপুর এলাকার অনেক মানুষ, যানবাহন এই পথে এই মাদারগঞ্জহাট সহ গাইবান্ধায় জেলায় যাতায়াত করে থাকেন। সে কারণে দ্রুত রেলিংটি মেরামত করা হলে পথচারীদের যাতায়াত হবে নিরাপদ।
Leave a Reply