বজ্রকথা প্রতিবেদক।- পীরগঞ্জ (রংপুর) উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বিছনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে অনিয়ম হচ্ছে। এই ভবন নির্মানে বর্তমানে যে খোওয়া ব্যবহার করা হচ্ছে তা তৃতীয় শ্রেনীর। ডালিয়ার বালি ব্যবহারের কথা থাকলেও স্থানীয় করতোয়া নদীর বালি ব্যবহার করা হচ্ছে।এ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে উপজেলার ৬ নং টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতোয়ার রহমান বজ্রকথাকে বলেন, কথা ঠিকই আছে,তবে শুরুতে যে নিম্ন মানের খোওয়া ব্যবহার করা হচ্ছিল আমরা তা বাতিল করেছি। পাশের খোয়া দিয়ে কাজ চলছে। বিষয়টি দেখা দরকার।
Leave a Reply