সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ শহীদ শংকু’র পরিবারকে রংপুর জেলা প্রশাসনের সহায়তা রংপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত পীরগঞ্জে কৃষকদের মধ্যে প্রণোদনার  সার বীজ বিতরণ রংপুরের পীরগঞ্জে ২৫ মার্চ গণগত্যা দিবস পালন বাংলাদেশ কোন অঙ্গরাজ্য নয় – মোমিন মেহেদী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কৃষকরা আজ দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করছে কানেক্টেড সোসাইটি গড়ার লক্ষ্যে এটুআই ও গ্রামীণফোন নিয়ে এলো সহজ ও নিরাপদ ডিজিটাল সল্যুশন পীরগঞ্জে কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশ

ঠাকুরগাঁওয়ে সরকারি গাছ কাটার অভিযোগে ৬ যুবক আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৭ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি।- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অপরাধে ৬ যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।

আটককৃতরা হলেন- শংকরপুর গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে দীলিপ (২৮), রোকনপুর কালাপীর গ্রামের সুধীরের ছেলে রনজিত কুমার (৩৩), সান্দারাই গ্রামের যতিন চন্দ্রের ছেলে গোপাল চন্দ্র রায় (২৮), চকলক্ষীপুর গ্রামের সুকেন্দ চন্দ্রের ছেলে বিনু চন্দ্র (৩৫), দহচী গ্রামের নরেন্দ্র রায়ের ছেলে অমিত্র রায় (৪০), দোগাছি গ্রামের বিনদ চন্দ্রের ছেলে সুরেশ চন্দ্র রায় (৩৮)। তাদের সবার বাড়িই দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে সড়কের পাশে পাকা রাস্তায় থাকা নীম, মেহগনি জাতের ৬টি গাছ কেটে নিয়ে যায় তারা। এর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। ঘটনা টের পেয়ে স্থানীয়রা গাছ কাটার সময় ৬ জনকে আটক করে।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ১১ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে কাটা গাছগুলোর বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কাটা গাছ জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আইনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, গাছ কাটার অপরাধের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com