মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি মিলবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৮২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২৫ জুন শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা-মানস আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি মিলবে না । তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছেন, সরকারি চাকরি পেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে। তিনি বলেন, ডোপ টেস্টে কেউ যদি পজিটিভ হয়, তবে তিনি সরকারি চাকরি পাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, শুধু নিয়োগপ্রার্থীরা নয়, যারা ইতিমধ্যে যোগদান করেছেন আমরা তাদেরও ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছি। মন্ত্রী বলেছেন বিশেষ করে যারা আমাদের নিরাপত্তা বাহিনীতে আছেন, তাদেরও ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে যাদের আমরা পজিটিভ পাচ্ছি, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। তিনি বলেন, আমরা ২০৩০ ও ২০৪১ সালের যে স্বপ্ন দেখছি, সেটি বাস্তবায়ন হবে না যদি না সবাই মাদকের বিরুদ্ধে কাজ করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com