ঢাকা থেকে রাকিবুল ইসলাম ।- “শত সহস্র নক্ষত্র রাজীর মাঝে একলা আমি টিম টিম করে জ্বলা ম্রিয়মাণ ঈষৎ আলোর জোঁনাকী।”
-পালিত হয়ে গেল পোয়েট্রি ফর ফিলিস্তিন কনফারেন্স।
গত ২৬’অক্টোবর-২০২৪ ইং তারিখ, শনিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট (শাহবাগ),ঢাকা-তে ইরান সাংস্কৃতিক কেন্দ্র ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস এবং জাতীয় কবিতা মঞ্চের যৌথ উদ্যোগে পোয়েট্রি ফর ফিলিস্তিন কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক ও বহুভাষাবিদ –জনাব মাহমুদুল হাসান নিজামী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. আ,ফ,ম খালিদ হোসেন, ধর্ম উপদেষ্টা মহোদয়।
উপস্থিত ছিলেন কালচারাল কাউন্সিলর ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস ঢাকা’র জনাব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, চেয়ারম্যান, দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়। মজিবুর রহমান মঞ্জু,বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব।আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল এহতেশামুল হক।
এছাড়াও, উক্ত অনুষ্ঠান আলোকিত করতে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের অন্যতম মুখপাত্র,সংস্কৃতি ব্যক্তিত্ব স্বরলিপি সংগীত একাডেমী ও স্বরলিপি পাবলিকেশনের মাননীয়া প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাবা লিপি আক্তার।
পোয়েট্রি ফর ফিলিস্তিন কবিতা প্রতিযোগিতায় নির্বাচিতদের হাতে সম্মাননা সনদ তুলে দেন ইরানের রাষ্ট্রদূত এবং জাতীয় কবিতা মঞ্চের সভাপতি সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশ-বিদেশ থেকে কবি, লেখক ও সংগঠক এবং কলম সৈনিকেরা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন! ছিলাম অতি নগণ্য এই আমিও।
ছবিতে মাননীয় ও গণ্যমান্য ভ্রাতৃপ্রতিম ইরানি রাষ্ট্রদূত ও জাতীয় কবিতা মঞ্চের সভাপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করছি আমি রকিবুল ইসলাম।
আমি আীন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জনাব সাইয়েদ রেজা মীর মোহাম্মদী, জাতীয় কবিতা মঞ্চের মাননীয় সভাপতি দেশ বিখ্যাত বিশিষ্ট কবি গুণীজন জনাব মাহমুদুল হাসান নিজামী, জনাব লিপি আক্তার সহ সংশ্লিষ্ট সকলকে।
Leave a Reply