বজ্রকথা প্রতিবেদক।- পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেন এর পত্নী ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এর চিকিৎসা চলছে। তিনি আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন। গত ৩ আগস্ট বৃহস্পতিবার রাতেই তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে । চিকিৎসকরা জানান,তার মাথায় ৯টি আঘাত রয়েছে। তার মাথার খুলি ভেঙে ব্রেনে ঢুকে গেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।তার চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ শক্তিশালী মেডিকেল টিম গঠন করেছে।প্রধানমন্ত্রীর দফতর থেকে তার চিকিৎসার তদারকি করা হচ্ছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র গুলো জানায়, বুধবার দিবাগত মধ্যরাতে বাসার পেছন দিকে মই দিয়ে উঠে দুর্বৃত্তরা ভেনটিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। হাতুড়ি জাতীয় ভারী বস্তু নিয়ে তারা প্রথমেই ঢুকে যায় ওয়াহিদা খানমের শয়নকক্ষে। সেখানে তারা অতর্কিত হামলা চালায় ওয়াহিদা খানমের ওপর। মেয়ের চিৎকারে পাশের কক্ষে থাকা বৃদ্ধ বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ (৭০) ছুটে এলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এর আগে বাসভবনের প্রহরীকে একটি ঘরে আটকে রাখে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার সময়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যায়, হামলায় জড়িত দুই দুর্বৃত্ত ছিল মাস্ক পরা। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে পুলিশ ও র্যাবের যৌথ টিম দিনাজপুর জেলাধীন ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আসাদুল নামে একজনকে গ্রেফতার করেছে । শুক্রবার ভোর ৫টার দিকে হাকিমপুর থানাধীন হিলির কালিগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংবাদ মাধ্যমে জানা গেছে।
Leave a Reply