দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- তথ্য গোপন রাখার বারণে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর সদর উপজেলা শাখার ১নং যুগ্ম সাধারন সম্পাদক পদ থেকে কাজী রহিমা পারভীন ইতিকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা কমিটি।
১১ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাদাবী মহিলা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি জিনাত আরা ও সাধারন সম্পাদক শাহিন সুলতানা বিউটি কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, তথ্য গোপন রাখার অপরাধে দিনাজপুর সদর উপজেলা মহিলা দলের ১নং যুগ্ম সাধারন সম্পাদক পদ থেকে কাজী রহিমা পারভীন ইতিকে বহিস্কার করা হয়। উল্লেখ্য, গত ২০২২ সালের ২ অক্টোবর দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মমিনুল ইসলাম স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগ ১নং চেহেলগাজী ইউনিয়ন শাখা সদর দিনাজপুর প্যাডের পাতায় ২০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকায় ১৪ নাম্বার সিরিয়ালে কাজী রহিমাকে তথ্য গবেষণা সম্পাদক পদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি জানান, কাজী রহিমা পারভীন ইতি আমাদের কাছে তথ্য গোপন করে কমিটিতে নাম দিয়েছিল। জেলা মহিলাদল বিষয়টি গোপন সুত্রে জানতে পেরে আমরা কাজী রহিমা পারভীন ইতিকে সদর উপজেলা মহিলাদলের যুগ্ন সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করি। তিনি আরও জানান, সদর উপজেলা মহিলাদলের যে পূণাঙ্গ কমিটি আমরা অনুমোদন দিয়েছিলাম তার ভিতরে আরও কোনো আওয়ামীলীগের নেত্রীর সদর উপজেলা মহিলাদলের তালিকায় নাম আছে কিনা আমরা তা যাচাই বাছাই করছি। যদি থাকে আমরা তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply