শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

তাইওয়ানের পার্লামেন্টে নাড়িভুড়ি ছুড়ে মারায় হাতাহাতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪২৩ বার পঠিত

তাইওয়ানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ও স্পিকারের উপর বিরোধীরা শুকুরে নাড়িভুড়ি ছুড়ে মারায় হাতাহাতির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানিকে কেন্দ্র করে এ কান্ড ঘটেছে তাইওয়ানের পার্লামেন্টে। ২৭ নভেম্বর শুক্রবার এ ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্র থেকে শূকর ও গরু আমদানি নিয়ে তাইওয়ানে উত্তেজনা চলছে কয়েকদিন ধরেই। বিষয়টি নিয়ে শুক্রবার আলোচনা হওয়ার কথা পার্লামেন্টে। কিন্তু বিরোধীরা বিতর্ক বন্ধ করার দাবি জানান। একপর্যায়ে প্রধানমন্ত্রী-স্পিকারসহ ক্ষমতাসীনদের দিকে শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারলে পরে দফায় দফায় হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে।
বিরোধীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে যে শূকরের মাংস আমদানির অনুমতি দেয়া হয়েছে তাতে র্যা ক্টোপামিন রয়েছে। যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
বর্তমান ক্ষমতাসীন দল অভিযোগ অস্বীকার করেছে এবং তারা এই ইস্যুতে পার্লামেন্টে যুক্তিপূর্ণ বিতর্কের আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com