নিজস্ব প্রতিবেদক।- রংপুর নগরীর তামপাট ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা, ৩২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, একাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আরাজী তামপাট গ্রামের শিক্ষা সম্প্রসারক, মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, রংপুর জেলা ইবতেদায়ী শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদ্য প্রয়াত মাওলানা নুরুল আবছার দুলাল মাস্টারের জীবন কর্ম নিয়ে স্বরণ সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে তামপাট ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্বরণ সভা সমিতির সিনিয়র সহ-সভাপতি লিটন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন তামপাট ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সভাপতি মিলন মিয়া, আব্দুল মজিদ, শাকিল মিয়া, মমিনুল ইসলাম, শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, বিপ্লব চন্দ্র রায়, সামসুল হক, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, অর্থ সম্পাদক সিহাবুর রহমান, ধর্ম ও ক্রীড়া সম্পাদক শাহাদৎ হোসেন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক আল ইমরান, মহিলা সম্পাদক বিউটি বেগম, রওশন আরা বৃষ্টি, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম, মনির হোসেন, মিজানুর রহমান, রওশন জামিল, আব্দুর রাজ্জাক, রুবেল মিয়া, বকুল হোসেন, রফিকুল ইসলাম, সাইদুল মিয়া, নজরুল ইসলাম প্রমুখ। এসময় তামপাট ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply