নিজস্ব প্রতিবেদক।- রংপুরের তারাগঞ্জ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন সুরুজ আলী নামের এক শিক্ষার্থী। বুধবার বিকেলে কাচনা হাজীপাড়ার বিলে মাছ ধরতে তার মৃত্যু হয়।
ইকরচালী ইউনিয়নের মহিলা ওয়ার্ড সদস্য লিপি বেগম জানান, বুধবার বিকেলে কাচনা হাজীপাড়ার বিলে মাছ ধরতে যায় স্থানীয় সুলতান মিযার ছেলে সুরুজ আলী। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই বজ্রপাতে সুরুজ মিয়া মারা যান।
সুরুজ আলী এবার এসএসসি পাস করেছি। এ ঘটনায় ওই এলাকায শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply