বজ্রকথা প্রতিনিধি।–রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী করছে বলে অভিযোগ উঠেছে । এই সংগঠনের নাম ‘বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন(বাজাফে-০৮)’
গত ২৭ নভেম্বর/২৪ খ্রি: বুধবার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বগের বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চাঁদাবাজরা শিক্ষক সুরভী আকতার এর নিকট ২০০০ টাকা চাঁদা দাবী করেন। সুরভী আকতার বজ্রকথাকে জানিয়েছেন চাঁদা প্রার্থীরা নিজেদেরকে জামাত এর লোক বলে পরিচয় দিয়ে চাঁদা চেয়েছেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় রশিদে ১০০০টাকা লিখে দিয়ে উল্লেখিত ০১৭১৯-২২১২৯৮ নম্বরে টাকা বিকাশ করতে বলেছেন।
রশিদে আদায়কারীর নাম লেখা হয়েছে আরিফুল এবং সভাপতির নাম লেখা হয়েছে মনিরুল।
এ ব্যাপারে মিসেস সুরভী আকতারের সাথে কথা হলে তিনি আরো জানান, ওই চাঁদাবাজরা শুধু তার স্কুলেই নয় অন্যান্য স্কুলে গিয়েও চাঁদা দাবী করছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার ।
Leave a Reply