ডেক্স রিপোর্ট।- থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। রাজার ক্ষমতা খর্ব ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে থাইল্যান্ডে গত কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। পরিস্থিতি সামাল দিতে গত ১৫ অক্টোবর ভোর থেকে জরুরী অবস্থা জারি করেছে থাই সরকার। থাইল্যান্ডে জরুরি অবস্থা উপেক্ষা করে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাস্তায় নেমে আটক নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন। এছাড়া ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ‘তিন আঙুল স্যালুট’ প্রদর্শন করেছে। পুলিশ ভাষ্য বেআইনিভাবে বহু মানুষকে ব্যাংককে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সরকারের দাবি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জরুরী অবস্থা জারির বিকল্প ছিল না। জরুরী অবস্থা জরির পর প্রায়ুত চান-ওঁচার কার্যালয়ের বাইরে অবস্থান করা বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যে ২০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন নেতাও রয়েছেন।সরকারি মুখপাত্র বলেন, জরুরি পদক্ষেপ অনুসারে চার জনের বেশি লোক জড়ো হতে পারবেন না। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোন খবর বৈদ্যুদিক মাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
Leave a Reply