শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

দিনব্যাপী নানা আয়োজনে রংপুরে বেগম রোকেয়া দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় বেগম রোকেয়া জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে তার বাস্তভিটায় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পনের মধ্য দিনটির সুচনা করা হয়। পুস্পমাল্য অর্পন করেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমুতুজ জোহরা, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমানসহ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দ। এর পর দুপুরে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ রোধ সম্পর্কিত সেমিনার পুরুস্কার ও পদক বিতরণ, পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপ-উপাচার্য প্রফেসর ড.সরিফা সলোয়া ডিনা। এছাড়াও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ বেতার রংপুরের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, স্বাগত বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমুতুজ জোহরা প্রমুখ। এদিকে বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর শালবন ইন্দারা মোড়স্থ রোকেয়ার মু্যুরালে নিপীড়ন বিরোধী নারীমঞ্চ, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, রংপুর জেলা শাখা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস, সদস্য সচিব সানজিদা আক্তার, সদস্য পারভীন আক্তার, মহিলা ফোরাম রংপুর জেলা সংগঠক গোলাপী বেগম, বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, বাসদ সংগঠক প্রভাষক অমল সরকার, মহিলা ফোরামের সংগঠক রিনা মুরমু, নাজমিন নাহার, ছাত্রফ্রন্ট রংপুর নগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমুখ। দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও নারী সংগঠন র‌্যালী, আলোচনা সভা এবং দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com