ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম (শফি)।- দিনাজপুরের ঘোড়াঘাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ শুরু হয়েছে। এমটি (ইপিআই) মোঃ আজিজুর রহমান জানান, এবার উপজেলার ২টি ক্যাটাগরিতে ৬ মাস থেকে ১১ মাসের ১৪৬৪ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১১,১২৩ জন প্রতিবন্ধী শিশু সহ মোট ১২৫৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। উপজেলার ৯৬ টি কেন্দ্রে টিকা খাওয়ানো শুরু হয়েছে। নির্ধারিত ৯৬ টি কেন্দ্র ছাড়াও আরও ১ টি কেন্দ্রে টিকা খাওয়ানো হচ্ছে। আজ মঙ্গলবার ১ টি কেন্দ্রে শিশুদের টিকা খাওয়াতে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নেওয়াজ আহমেদ জানান, ক্যাম্পেইন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply