মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরন অনুষ্ঠানে সভপতিত্বে করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করাখেন ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী মঞ্জু রায় চৌধুরী, প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার ও কৃষিবীদ মোছাঃ রুম্মান আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাহানুর রহমান।
ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ও পৌরসভায় সরিষা ১০৫০ জন, ভূট্টা ৯৮০, গম ২০০ জন পেয়াজ ৪০, মুগ ডাল ২০ জনসহ ধারাবাহিক ভাবে সকল প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়। এ সময় কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply