বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লীশ্রীর ত্রৈ-মাসিক আলোচনা সভা ও কমিটি গঠন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৯১ বার পঠিত

মোঃআশরাফুল আলম, দিনাজপুর( ফুলবাড়ী) প্রতিনিধি।- ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা লেভেল সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ত্রৈ-মাসিক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। গত কাল বুধবার সকাল ১১টায় আদর্শ কলেজ পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ে উপজেলা লেভেল সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ত্রৈ-মাসিক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিলুফা ইয়াসমিন। বেসরকারী সংস্থা পল্লীশ্রী ও নেট্জ বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশেষ করে উত্তর-পশ্চিম অঞ্চলের জনগনের মানবাধিকার প্রতিষ্ঠা ও উত্তরণে কাজ করে যাচ্ছে। নারী ও আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এসকল জনগষ্ঠির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এবং তাদের বিদ্যমান যে কোন ধরনের নির্যাতন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা প্রতিরোধে নারী সমাজ, সরকারী বে সরকারী প্রতিষ্ঠান ও নীতি নির্ধারক গণের সক্রিয় সহযোগিতার লক্ষে এই ত্রৈ-মাসিক সভা ও কমিটি গঠন করা হয়। তাই নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্প ফুলবাড়ী আলোচনা সভায় ১২টি বিষয়ের উপর আলোকপাত হয়। ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্প ফুলবাড়ীর ফিল্ড ফ্যাসিলিটেটর শাহানাজ বেগম, মোছাঃ শামিমা নাসরিন, মোঃ দেলোয়ার হোসেন ও এরিয়া কো-অর্ডিনেটর এ.এস.এম তারিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কমিটির সদস্যদের কে নিয়ে ১১ সদস্য কমিটি গঠন হয়। আয়োজনে ছিলেন পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্প ফুলবাড়ী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com