নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে অত্যাধুনিক বিলাসবহুল হোটেল গ্র্যান্ড নূর এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর রবিবার বিকেলে দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা লিলির মোড়ে নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল হোটেল গ্র্যান্ড নূর এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আওয়ামী লীগ আছে বলেই দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়ে আছি। তিনি দিনাজপুরের প্রতিটি সেক্টরের উন্নয়নগুলো তুলে ধরে বলেন, কয়েক বছর আগে উন্নতমানের আবাসিক হোটেল কল্পনাই করা যেতনা। আজ আমি অত্যাধুনিক বিলাসবহুল হোটেল গ্র্যান্ড নূর উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি বলে অভিমত ব্যক্ত করেন। সেই সাথে আগামীতে সরকারের উন্নয়ন ধারায় দিনাজপুরের শিল্পপতিরা শহরকে আরও নতুন চমক উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও হোটেল গ্র্যান্ড নূর এর স্বত্ত্বাধিকার বাদশা ইমাম আরাফাত এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. ওয়ারেস সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনসহ অনেকে।
এর আগে ফিতা কেটে হোটেল গ্র্যান্ড নূর এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
Leave a Reply