রফিক প্লাবন, দিনাজপুর।- সমতলে বসবাসকারী সমাজের মুল স্রোতধারা থেকে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের নিয়ে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট সাব-সেক্টর সিলেকশন রিপোর্ট’ বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে।
হেক্স/ইপার এর সহযোগিতায় এবং ইএসডিও, জিবিকে ও আরকো’র আয়োজনে ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ১০ টায় দিনাজপুর পর্যটম মটেলের অডিটোরিয়ামে কর্মশালা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হোসেন, দিনাজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলতাফ হোসেন, ঠাকুরগাঁও জেলার কৃষি সম্প্রসারণ ও প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম এবং হেক্স/ইপার এর প্রোগ্রাম অফিসার শেখর চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও প্রেমদীপ প্রকল্প সমন্বয়কারী কাজী মো. সেরাজুস সালেকীন। এর আগে প্রজেক্টরের মাধ্যমে রিপোর্ট উপস্থাপন করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের মো. মুক্তারুল ইসলাম।
বক্তারা বলেন, আদিবাসীদের জীবনমানের উন্নয়ন কি ভাবে ঘটানো যায় সে ব্যাপারে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়েই উন্নয়ন ঘটাতে হবে। তাহলেই প্রকৃত অর্থে বঙ্গবন্ধু’র দেখা স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বক্তারা বলেন, আদিবাসীদের জীবন মানের উন্নয়নের জন্য যুগোপযুগি সিদ্ধান্ত হচ্ছে ছাগল ও গাভী পালন করা। আর ছাগল হচ্ছে গরীবের গাভী। আমরা চাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা সমাজের মুলস্রোতধারায় ফিরে আসুক উন্নত জীবন যাপন করুক। আর নিজের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের মো. রওশন জামাল চৌধুরী।
ভ্যালিডেশন কর্মশালায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও নওগাঁ জেলার ৪০ জন আদিবাসী ও দলিত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এর মধ্যে উন্মুক্ত আলোচনায় অংশনেন দিনাজপুরের পার্বতীপুরের এ্যামিলি হাসদা, সুকদেবপুরের শান্তি কিসকু, রীনা হাসদা, মাগদাল্লা মুর্মু, মাসুদ রানা, ঠাকুরগাঁও জেলার শাহজান ইসলাম, নওগাঁ জেলার নিজু মুন্ডা জানান, ইতিমধ্যে তারা ছাগল, গাভী পালন এবং ভার্মি ও কেঁচো কম্পোস্ট সার তৈরি করে লাভবান হয়েছেন। ভবিষ্যতে আরও লাভবান হওয়ার জন্য উন্নত প্রশিক্ষন চান তারা।
Leave a Reply